পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ওঁe লালন শাস্তু ও লালন-গীতিক সে যে শুশায় শাশায় না ছাড়ে শ্বাস, উজান তরী চালায় বার মাস ; সন্ধি জানা বড় সেনা কঠিন জীবের মনে । লাগিলে সে অরুণের কিরণ কমলিনীর প্রফুল্প যেমন সাধলে রতি তেমনি গতি আকর্ষণে টানে । কামে থেকে নিষ্কামী যে হয় কাম-রতিতে শক্তির আশ্রয় লালন ফকীর ফঁাকে দাড়ায় সে ভাব কঠিন দেখে-শুনে । ১৬৬ ও সে প্রেম করা কি কথার কথা । প্রেমে মজে হরির হল গলায় খেতা।। এক দিন রাধে মান করিয়ে, ছিলেন ধনি স্যাম ত্যজিয়ে, মানের দায়ে শ্যাম যোগী হয়ে মুড়ালে মাথা ।