পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Séb লালন শাহ্ ও লালন-গীতিকা গোলকে অটল হরি, ব্ৰজপুরে বংশধারী, হলেন নদীয়াতে অবতারি ভক্তরূপে প্রকাশে । মায়ের গুরু, পুতের শিন্য দেখে জীবের জ্ঞান নৈরাশ্য এবার কি তাহরে মনের উদ্দিশ্য ভেবে বোঝা যায় কিসে । আমি বলি নয় নিরাকার সে ফেরে স্বরূপ আকার, সিরাজ সাই কয়, লালম তোমার কই হলো রে সে দিশে । >°W。 হরি র্কাদে হরি ব’লে কেনে । বারি বহে দুই নয়নে । হরি বলে হরি তোরা নয়নে বয় জল-ধারা, কি ছলে এসেছে গোরা এই নদীয়া ভুবনে । মোরা যত পুরুষ নারী, দেখিতে আইলাম হরি, হরিকে হরিল হরি জানি সে হরি কোন খানে