পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sట్ర తి লালন শান্তু ও লালন-গীতিক ১৭৮ কেন সে চাদের জন্য চাদ কঁাদে রে । দেখে-শুনে ভাবছি বসে কথা কই কারে । আমরা দেখে এই গেীর চাদ, ধরবো বলে পেতে আছি ফাদ, আবার কোন চাদেতে এ চাদেরো মন হরে । জীবেরে কি ভুল দিতে সবায় গেীর চাদ আর চাদের কথা কয়, পাই নে এবার কি ভাব উহার অস্তরে । এ চাদ সে চাদ করে ভাবনা মন আমার আজ হলো দোটানা, বলছে লালন, পড়লাম এখন কি ঘোরে। ՏԳՏ বল বল কে দেখেছে গেীর চাদেরে । গেীর গোপীনাথ মন্দিরে গেল is আর তো ফিরে এল না রে যার লেগে কুল গেল, সেই আমাদের ফঁাকি দিল, কলংকী নাম প্রকাশ হল, কি বল গো আজ আমারে ।