পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা >>ー দরশনে দুৰ্গতি যায় পরশে পরশ করে নিশ্চয়, হেন চাদ হইয়ে উদয় লুকাইল কোন শহরে । শুধু গেীর নয় গৌরাঙ্গ, অস্তরে আছে গৌরাঙ্গ, লালন বলে, হেন সংগ পেলাম না করমের ফেরে । ゞbro তোরা কেউ যাস নে ও পাগলের কাছে । তিন পাগলে হল মেলা নদের এসে । একটা পাগলামো করে, কোল দেয় জাইত অজাইতেরে দোঁড়িয়ে যেয়ে । ও তার নাই জাইতের বোল এমন পাগল কে দেখেছে একটা নারকেলের মালা তাদের জল খাওয়া ফেলা করঙ্গ সে । আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে । $US