পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞやが、 লালন শাহ্ ও লালন-গীতিকা দেখতে যে যাবি পাগল সেই তো হবি পাগল বুঝবি শেষে । ছেড়ে তার ঘর-দুয়ার ফিরবি নেচে । পাগলের নামটি এমন বলিতে অধীন লালন হয় তরাশে । চৈতে, নিতে, অদ্বে' পাগল নাম ধরেছে । Տե'Տ মরা গেীর স্বয়ং কার শিক্ষায় বলি । গৌর বলে হরি বলতে শুনতে পাই তা সকলি । শুধাই কোন জনে বলে আমি না চাই তুল্য সে বাক্য হলে অমান্য কই থাকে গুরু প্রণালী । ১. 'fফরবি নে যে’ (লা-গী, পৃঃ ২১৬ ) ২. “জেতে, নিতে অঙ্গে পাগল নাম ধরেছে । ( লা-গী, পৃঃ ২১৬ ) বলা বাহুল্য, ‘লালন-গীতিকা’-সম্পাদক সাহেবদ্ধর এর মানে ধরতে পারেন নি ; আসলে ওগুলি হবে (১) “চৈতে=চৈতন্য, (২) নিতে = নিত্যানন্দ ও (৩) অন্ধে বা অদ্বৈতাচার্য ।