পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক গুরুবাক্য লভবন হলে আলাজী পণ্ডিত হলে নিকাশী ফাস বঁাধবে গলে জেনে-শুনে কেন ভুলি । চৈতন্য চেতন সদায়, জন্ম-মৃত্যু তার কিছুই নাই লালন ভাবে, সে মূল কোথায় কেন বাধাই গোলমালি । ՏԵՀ গুরু দেখায় গেীর তাই দেখি কি গুরু দেখি । গৌর দেখতে গুরু হারাই, কোন দিকে দেই আঁখি । গুরু গোঁর রহিল দুই ঠাই, কি রূপে এক রূপ করি তাই এক নিরূপণ না হলে মন সকল হবে ফাকি ।। প্রবৃত্তির’ নাই কোন ঠিকানা সিদ্ধি কিসে হবে সাধনা, মিছে সদায় সাধু হাটায় নাম পাড়ায়ে সাধ কি । ১ “প্রবর্তের নাই কোন ঠিকানা’ ( লা-গী, পৃঃ ৫৯ ) S$రి