পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা ১৬৭ সে ছাড়িয়ে লোকের আলাপন একা প্রাণী কোন পথে ভ্ৰমণ, বন পশুকে শুধায় ডেকে ব্ৰজে যাই আজ কোন পথে । সে না আহা প্রভু বলিয়ে আকুল হয়, অমনি অঘাটে অ-পথে পড়ে রয়, লালস বলে, এমনি হালে গুরুর দেখা হয়েছে । ১৮৭ আমি যার ভাবে মুড়েছি মাথা । সে জানে আর মনে জানে আর জানবে কে তা । মনের মানুষ রাখব মনে বলব না তা কারও সনে তার ঋণ শুধিব কতদিনে, মনে সদাই সেই চিন্ত । সুখের কথা বোঝে সুখী দুঃখের কথা বোঝে দুঃখী ও সে পাগল বিনে পাগলের কি বোঝে মনের কথা” । ১. ব্যথা? রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার পাঠ ( লী-গী, পৃঃ ২০৮)