পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শঙ্কু ও লালন-গীতিক పిఆసి কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে তার সবংশ নাশিল, তবু অনুরাগী না হইল যোগী আতিথে মন করিল সাজনা । প্ৰহলাদ চরিত্র দেখেছি এ ধামে, কত কষ্ট তার হল কৃষ্ণ-নামে, তারে অগ্নিতে ফেলিল জলে ডুবাইল, তবু না না ছাড়িল শ্রীনাম-সাধনা । রামের ভক্ত ছিল লক্ষ্মণ সর্বকালে, শক্তি শেল হানিল তাহার বক্ষস্থলে, তবু রাম চন্দ্রের প্রতি না ভুলিল ভক্তি লালন বলে, কর এ বিবেচনা ৷ ১৮৯ চরণ পাই যেন অস্তিম কালে ফেল না নরাধম বলে । ১. পাঠান্তর— “চরণ পাই যেন কালাকালে ফেলনা অতুর অধম বলে ।” Ço ● 峻 দয়াল নামটি শুনিয়াছে এ অধীন কাঙালে । ( ভান্স, পৃঃ ৯৭ )