পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԳօ লালন শাহ্ ও লালনগীতিকা সাধনে পাইব তোমায়, সে ক্ষমতা নাই হে আমায়, দয়াল নাম শুনিয়ে আশায় আছি অধীন কাঙালে । জগাই মাধাই পাপী ছিল কাদা ফেলে গায় মারিল তাহে প্রভুর দয়া হল আমায় দয়া কর” সেই হালে । ভারত পুরাণে শুনি, পতিত পাবন' নামের ধ্বনি, লালন বলে, সত্য জানি আমারে চরণ দিলে। ১৯০ আমায় চরণ ছাড়া করে না দয়াল হরি। আমি অধম পামর বটে দোহাই দেই তোমারি । চরণের যোগ্য মন নয়, তবু মন ঐ রাঙ্গা চরণ চায়, দয়াল চাদের দয়া হলে পারে যাবে। অ-পারী3 ৷ ১. 'কার দয়া (আদর্শ পুথির পাঠ) ২. ‘পর্তীত অধম (আদর্শ পুথি) ৩. পাপ করি পামরা বটে (ভা-স, ১৫০ সংখ্যক গান ) ৪. যেতো অনুসারী (ভা-স,১৫০ সংখ্যক গান )