পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ o লালন শাস্তু ও লালন-গীতিকা শুনেছি সাধুর করুণ। সাধু পরশ পরশিলে হয় গো সোনা বুঝি আমার ভাগ্যে হল নী লালন কেঁদে কয় । ఏనశి গোসাই আমার দিন কি যাবে এই হালে । আমি পড়ে আছি অকুলে । কত অধম পাপী তাপী অবহেলায় তরিলে । জগাই মাধাই দু’টি ভাই কাদা ফেলে মারলে গায়, তারে তো নিলে । আমি পাপী ডাকছি সদা দয়া হবে কোন কালে । অহল্যা পাষাণী ছিল সেও তো মানুষ হইল, চরণ খুলে । আমি তোমার কেউ নহি গো তাই কি মনে ভাবিলে । তোমার নাম লয়ে যদি মরি দেখবো তবু তোমারি আর যাব কোন কুলে। তোমা বই আর কেউ নাই আমার মূঢ় লালন কেঁদে বলে।