পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SH8 t লালন শাহ্ ও লালন-গীতিক ఏమ8 জানবো হে এই পাপী হইতে । যদি এসেছ হে গোঁর জীবকে তারিতে । নদীয়া-নগরে যত জন সবারে বিলালে প্রেম ধন, আমি নরাধম, না জানি মরম চাইলে না হে গোঁর আমার পানেতে । তোমারি সু-প্রেমেরি হাওয়ায়, কাষ্ঠের পুতলী নলিন হয়, আমি দীন হীন ভজন বিহীন অ-পার হয়ে বসে আছি কুলেতে । মালওয়াই পর্বতেরি উপর যত বৃক্ষ সকলি হয় সার কেবল যার জানা, বাশে সার হয় না । লালন প’ল তেমনি অপ্রসন্ন চিতে ।” ASA SSASAS SSAS SSAS - ১. 'বসে অাছি পথে”, ২. ‘মলয় পর্বতেরি উপর’ ; ৩. লালন প’ল তেমনি প্রেম শুন্য চিতে । ( লা-গী, পৃঃ ২৮৫-৮৬ )