পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক እsማg Sసె6 পাবে সামান্তে কে? তার দেখা । যার বেদে নাই রূপ-রেখা । নিরাকার বৃক্ষ হয় সে, থাকে সদাই অচিন দেশে, দোসর নাই কো তার পাশে (ও) সে ফেরে একা একা । সবে বলে পরম ইষ্টি কার না হইল দৃষ্টি মুরাতে ২ করিল স্বষ্টি তাই লয়ে লেখা জোখ । কিঞ্চিৎ ধ্যানে° মহাদেবে সে তুলনা আর কি হবে, লালন বলে, গুরুর ভাবে তবে যাবে সকল ধোক । ১ কি ( বা বা-বা-গা, পৃঃ ৬৫ ), ২. বরাতে’ আদর্শ খাতার পাঠ ; বাংলার বাউল গানেও "বরাতে’ আছে । ‘লালন-গীতিকা’য় শুদ্ধ করে ছুরাতে করা হয়েছে। এই পাঠই ঠিক বলে মনে করি । লালন তার অন্য একটি গানেও বলেছেন— “আপন মুরাতে গড়লেন আদম দয়াময়’’...ইত্যাদি পবিত্র কুরআন শরীফেও এ-কথার সমর্থন আছে ৷ ‘লালন শার ধর্মমত ও জীবন দর্শন’ অধ্যায় দ্রষ্টব্য । ৩. নিশ্চিত ধ্যানে ( লা-গী, পৃঃ ২৮ )