পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা ব্রহ্মজ্ঞানী খ্ৰীষ্টানেরা, নাম ব্রহ্ম সার বলেন তারা, আবার দরবীশে কয় বস্তু কোথায় দেখ না রে ৷ গুরু তত্ত্ব বিধি শোনা যায় তাই তো দেখি একরূপ সে নয়, লালন বলে, যে যা বোঝে তাই করে। २०8 কি সাধনে পাই গে৷ তারে । আমার মন অহনিশি চায় যাহারে । দান রত স্তব যজ্ঞ যত, তাহাতে সাই হয় না রত, সাধু শাস্ত্রে কয় সদান্ত মনে কোনটা জানি তাই সত্য করে । পঞ্চ প্রকার মুক্তি বিধি অষ্টাদশ প্রকারে সিদ্ধি, এ সকল কয় হেতু ভক্তি, ইহার বশ নাই আলেক সাইজি মেরে । ՏԵԶ