পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিন শাস্তু ও লালন-গীতিকা وان o جة কোন সাধনে তারে পাই । আমার জীবনেরি জীবন সাই ৷ শাক্ত শৈব বৈরাগ্য ভাব, তাতে যদি হয় চরণ লাভ, তবে দয়াময় কেন সর্বদায় বিধি-ভক্তি বলে দূষিলেন তাই । সাধিলে সিদ্ধির ঘরে, শুনিলাম সে পায় না তারে সাযুজ্যের মুক্তি পেল সে ব্যক্তি, ঠকে যাবো অমনি শুনি রে ভাই । কার গেল ন| রে মনের ভ্রান্ত, পেলাম না সে ভাবের অস্ত বলে মূঢ় লালন, ভবে এসে মন কি করিতে না জানি কি করে বাই । ՀօԳ ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার । সর্ব-সাধন সিদ্ধি হয় তার । নদী কিংবা বিল বাঙ্গড় খাল সর্বস্থলে একই রে জল এক মেরে সাই ফেরে সর্ব ঠাই, • মানুষে মিশায়ে হয় বেদান্তর। - ১৮৫