পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিক। ১৮৭ আগমে নিগমে তাই কয়, গুরু রূপে দীন-দয়াময়, অসময়ের সখা সে হয় অধীন হয়ে তারে ভজতে হবেশ । গুরুকে মনুষ্য জ্ঞান যার অধোপথে গতি হয় তার, ফকীর লালন বলে, তাই আজ আমার ঘটলে বুঝি মনের কু স্বভাবে । ২ e৯ আমি কি আর বসব এমন সাধ বাজারে । যেন কোন সময় কোন, দশা হয় আমারে । সাধুর বাজারে কি আনন্দময়, অমাবস্যা পূর্ণচত্র উদয়, আছে ভক্তি-নয়ন যার, সে চাদ দৃষ্ট তার ভব-বন্ধন জালা যায় গো দূরে । দেবের দুলভ পদ সে সাধু নাম তার শাস্ত্রে ভাসে, ও সে গঙ্গা জননী পতিত পাবনী সাধুর চরণ সেও তো বাঞ্ছা করে । ১. 'কাজাল হয়ে যে তারে ভজিবে’ (লা-গী, পৃঃ ২s )