পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"Strty লালন শাহ্ ও লালন-গতিক। দাসের দাস তার দাস-যোগ্য নয়, কি ভাগ্যেতে এলাম এ চাদ-সভায়, লাঙ্গল কয়, আমার ভক্তি শুস্তকার আমি আবার বুঝি প’লাম কদাচারে। ২১০ যে আমায় পাঠাইল এই ভাব-নগরে । মনের আঁধার হর চাদ, সেই দয়াল চাদ আর কত দিনে দেখব তারে । কে দিবে রে উপাসনা, করি রে আজ কি সাধনা কাশীতে যাই কি কাননে থাকি কোথা গেলে পাব সে চাদেরে মন-ফুলে পূজিব কি, নাম ব্ৰহ্মা রসনার জপি, কিসে দয়া তার, হবে পাপীর পর অধীন লালন বলে, তাইতে প’লাম ফেরে । ২১১ পারে নি হেতু সাধন করিতে । যাও রে ছেড়ে জরাস্বত নাই যে দেশেতে।। ১. নির হেতু (লা-গী, পৃঃ ২৩ ) । আমাদের আদর্শ পুথিতে প্রথম চরণে "সাধন’ স্থলে 'সাধনা’ ছিল ।