পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిe লালন শাস্তু ও লালন-গীতিক। তিন শত ষাইট রসের মাঝার,* তিন রস গণ্য হয় রসিকার, সাধিলে সে করণ এড়াবে শমন এই ভুবনে । অমাবস্য প্রতিপদে, দ্বিতীয়ার প্রথমে সে তে৷ অধীন লাঞ্জল বলে তাই কার অন্বেষণ সেই যোগের সনে । a>○ যে জন পদ্মহীন সরোবরে যায় । অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায় । অপরূপ সেই নদীর পানি তাতে জন্মে কত মুক্ত-মণি বলব কি তার গুণ বাখানি পরশে পরশ হয় । ১ লালন-গীতিকায় ‘মাঝার স্থানে ‘মধ্যে এবং ২. অধীন স্থানে দরবেশ’ দেওয়া হয়েছে। অথচ নীচের টাকা থেকে জানা যায়, মূল পুথিতেও আমাদের গৃহীত শব্দ দুটিই আছে । বলা বাহুল্য, নিজের নামের ংগে 'দরবেশ’ বিশেষণ লালনের কোনো গানে পাওয়া যায় না ।