পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা ఏపెఏ বিনে হাওয়ায় মউজ° খেলে ত্রিখণ্ড হয় তৃণ পেলে তাহে ডুবে রত্ন তোলে রসিক মহাশয় । পলকের ভরে পড়ে চড়া পলকে বয় তর কাতরা সে ঘাট বেঁধে মৎস্য ধরা সামাঙ্গ কাজ নয় । , গুরুঞ্জী কাণ্ডারী যারে আথায়ে থাই দিতে পারে লালন বলে, সাধন জোরে শমন এড়ায় । ՀՏՏ জানি মন, প্রেমের প্রেমিক কাজে পেলে । পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে তারে কি রসিক বলে । মদন-জালায় ছিন্ন ভিন্ন প্রেম প্রেম বলে জগত জানান, ঐহিক দ্বারে রসিক,মান্য খুকসি যা রে প্রেম টাকশালে ।