পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ লালন শাস্তু ও লালনগীতিক সহজ সুরসিক ষার, শুসায় শাসায় বাণ ছাড়ে ন৷ সে প্রেমের সন্ধি জানা, যায় না মরি না ডুবিলে । তিন রসে প্রেম সাধলেন হরি, সামান্য গৌরাঙ্গ তারি, লালন কয়, তাই বিনয় করি কোন প্রেমে কোন রতি খেলে । ՀՏ(: ভজনের নিগুঢ় কথা যাতে আছে । ব্ৰহ্মার বেদ ছাড়া ভেদ বিধান সে ষে । চার বেদে দিক নিরূপণ, আাষ্ট বেদ বস্তুর কারণ, রসিক হইলে জানে সেইজন, আর ঠাই মিছে । অপরূপ সেই বেদ দেখি, পাঠক তার অঃ সখি ষড়তত্ব অনুরাগী সে জেনেছে ।