পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা ভক্তি রাগ নাস্তি কর, ভক্তি পদ শিরে ধর, শক্তি সার অশ্র পড়, ঘোর যাক ঘুছে । সাইয়ের ভজন হেতু শুন্য, ঐ বেদ করি গল্প, লালন কয় ধন্য ধন্য যে তাই খোজে । ২১৬ এ কি আজগুবি এক ফুল । ও তার কোথায় বৃক্ষ, কোথায় আছে মূল । ফুটেছে ফুল মান সরোবরে” স্বর্ণ গোফায় ভ্রমরা তার, কখন মিলন হয় রে দোহার রসিক হলে জানা যায় রে স্থল । সাম্ব, বিস্ব, নাই সে ফুলে, মধুকর কেমনে খেলে পড় সহজ প্রেম-স্কুলে জ্ঞানের উদয় হবে, যাবে ভুলে । ১. মন-সরোবর ( লা-গী, পৃঃ ৬৯ ) ృe= ১৯৩