পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిపి লালন শাহ ও লালন-গীতিক। শনি শুক্র এরা দুইজন সেই ফুলে হইল স্বজন, সিরাজ সাই বলে রে লালন, ফুলের ভ্রমর কে তার কর উল । ష్పా9 নৈরাকারে ভাসছে রে এক ফুল । সে যে বিধি বিষ্ণু হর আদি পুরন্দর তাদের সে ফুল হয় মাতৃফুল । বলব কি সেই ফুলের গুণ-বিচার পঞ্চমুখে সীমা দিতে নারে হর যারে বলি মূলাধার সেই তো অধর, ফুলে আছে ধরা চোর সমতুল । পাত্র স্থিতি সেই ফুলে সাধকের মূল” বস্তু লীলা নৃত্য এ ভব মণ্ডল, সে যে বেদের অগোচর সেই ফুলের নাগর সাধুজন ভেবে করেছে রে উল । ১. ধর সমতুল ( লী-গী, পৃঃ ৬৫ ) ২. “লীলে নিত্য পাত্রস্থিত সেই ফুলে সাধকের মূল বস্তু এ ভূমণ্ডলে সে যে বেদের অগোচর যে ফুলের নগর সাধুজন ভেবে করেছেন রে উল ।” ( লা-গী, পৃঃ ৬৫ ) “ফুলের মূলবস্তু ফুলের সাধনে, বেদের অগোচর কেহ নাহি জানে, সেই ফুলের নগর আছে কোন স্থানে সাধুজন ভেবে করেছেন উল । ( বা-বা-বা-গা, পৃঃ ৭৯২) "J.