পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। శివసి পারে কে যাবি তোরা আয় না জুটে । আমার দয়াল চাদ হয়েছে নেয়ে ভবের ঘাটে । হরির নামের তরী যার রাধা নামের বাদাম তার ভব তুফান বলে ভয় কি রে তার সেই নায় উঠে । নিতাই বড় দয়াময়, পাড়ের কড়ি নাই হে নেয়, এমন দয়াল মিলবে কোথায় এই ললাটে । ভাগ্যমান যে ছিল সে তরীতে পার হল, লালন ঘোর তুফানে প’ল ভক্তি চ’টে ১ । ২২ o দিল দরিয়ায় ডুবে দেখ না । অতি আজান খবর যায় জান৷ S.