পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। Sషిr S. আল খানার শহর ভারী, তাহে আজব কারিগরি, বোবা কথা কয়, কানায় শুনতে পায়, অগন্ধেলায় পরখ করে সোনা ত্রিপিনের পিছল ঘাটে বিনে হাওয়ায় মেজিং ছোটে ডহরায় পানি নাই, ভিটে ডোবে ভাই, শুনলে কি প্রত্যাবি কারখানা ॥৩ কহিবার যোগ্য নয় সে কথা সাগরে ভাসে জগৎ মাতা লাগল বলে, মার উদরে পিতা জন্মে পত্নীর দুগ্ধ পেলে সে না । ২২১ কারে বলে অটল প্রাপ্তি ভাবি তাই । ংগ লয় হইলে নির্বাণ মুক্তি বলে সাধুতে দোষায় । আধলাতে (লা-গী, পৃঃ ১-৪), ২ সোজা (লী-গী ) ৩. উত্তরায় পানি নাই ভিটে ডোবে ভাই, কি প্রত্যারি এ কারখানা । (লা-গী, পৃঃ ১০৪ )