পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રે ૭ 8 লালন শাহ্ ও লালন-গীতিক ২২৫ কোন পথে যাবি মনা ঠিক হলো না । করো লাফালাফি সার কাজে শুস্তকার টাকশালে পড়িলে যাবে জানা । যেতে চাও মক্কা যদি পাও ধাক্কা ফিরে দাড়াও তৎক্ষণ । বল এতে কার্য নাই কাশী ধামে যাই করে সহজ বিবেচনা ৷ ক্ষণেক উদাসী ক্ষণে গৃহবাসী ক্ষণ মন হতভাগ । বাজাও তিলকে তিন তাল, বাজাও হামেহাল মালের ঘরে করে তা না না না এক নিরিখ যার যেতে ভব-পার সে তো আর টাল খাবে না। পাচপরে চলন চলিয়ে লালন চৌরাশী করে আনাগোনা । ՀՀՆ না হলে মন সরলা কি ফল মেলে কোথায় টুড়ে হাতে হাতে বেড়াই মিছে তওবা পড়ে ।