পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা মঙ্কো-মদীনায় ষাবি थाकी थावि মন না মুড়ে” । হাজী নাম বাড়ান লভ্য,২ তাই দেখি রে । মুখে যে পড়ে কালাম তাইরি সুনাম হুজুর বাড়ে । মন খাটী নয় বান্ধলে কি হয় বুনে কুড়ে । মন যার হয়েছে খাটী, মুখে যদি গলদ পড়ে। খোদা তারে নারায নয় রে লালন ভেড়ে ২২৭ কোন দেশে যাবি মুনা চল দেখি যাই কোথায় পীর হও তুমি রে । তীর্থে যাবি সেখানে কি পাপী নাই রে । ১. মন না জুড়ে (লা-গী, পৃঃ ১০ ) ২ হাজী নাম পড়ছে লোকে ( লা-গী, পৃঃ ১০ ) ৩. বললে কি হয় নামাজ প’ড়ে (লা-গী, পৃঃ ১০ ) SoG: