পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক ՀՀԵ কি করি ভেবে মরি, মন মাঝি ঠাহর দেখি নে । ব্রহ্মা আদি খাচ্ছে খাবি, সেই নদী পার যাই কেমনে । মাড়-য় বাদির যেমন ধারা মাঝ দরিয়ায় ডুবিয়ে ভারা, দেশে যায় পরিয়ে ধড়া, সেই দশা মূল ভাবনা জেনে । শক্তি পদে ভক্তি হারা, কপট ভাবের ভাবুক তারা, মন আমার তেমনি ধারা ফঁাকে ফেরে রাত্ৰি-দিনেশ । মাকাল ফলটি রাঙ্গা চোঙ্গণ তাই দেখে মন হলি গোঙ্গা, লালন কয়, তা'লো ডোঙ্গ কোন ঘড়ি ডোবে তুফানে ।* ‘ভাবের চুরি রাত্ৰি-দিনে (লা-গী, পৃঃ ৪৪ ) ; ‘লালন-গীতিকা’র ভণিতাটি এই— “লালন কয়— তাল ডোঙ্গণ ফেলে খড়ি ডোবে তুফানে ৷” ( পৃঃ ৪৪ ) সম্পাদকের টীকা থেকে জানা যায়,—র্তার আদর্শ পুথিতেও কোন ঘড়ি" ছিলো । ভাব-সঙ্গীতেও "কোন ঘড়ি" আছে (পৃঃ ১৩৯) । অথচ আশ্চর্য, এই পাঠ সংশোধনের কোন কারণ না দিয়ে তিনি এর পাঠ বদল তো করেছেনই, উপরন্তু বিকৃতও করেছেন । ‘ঘড়ি" অর্থ এখানে সময় ; তালের "ডোঙ্গা’ অল্প বাতাসেই ডুবে যেতে পারে ; লালন তার জীবনকে ‘তা’লে ডোঙ্গার’ সংগে তুলনা দিয়েছেন ।