পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՏ8 衅 লালন শাহ্ ও লালন-গীতিক। Rరిరి তুমি কার আজ কেবা তোমার এই সংসারে । মিছে মায়ায় মজিয়ে মন, কি করো রে” । এতো পীরিত দন্ত-জিহবায় ফঁাকে পেলেই সেও সাজা দেয়, স্বল্পেতে সব জানিতে হয়— ভাব-নগরে । সময়ে সকলি সখা, অসময় কেউ না দেয় দেখা, যার পাপে সে ভোগে একা, চা’র যুগে রে । আপনি যখন নয় আপনার কারে বলে আমার আমার, সিরাজ সাই কয়, লালন তোমার জ্ঞান নাহি রেই ॥ × ტ8 না জেনে করণ কারণ কথায় কি হবে । কথায় যদি ফলে কৃষি, বীজ কেনো রোপে । ১. 'কায়দা পেলে’ (লা-গী, ও বা-বা-বা-গা, পৃঃ ২৪ ) ২. ‘জ্ঞান নাই রে’—(লা-গী, পৃঃ ২৮৮ )