পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা গুড় বললে কি মুখ মিঠে হয়, দ্বীপ না জাল লে আঁধার কি যায়, তেমনি মতন হরি বলায় হরি কি পাবে। রাজার পৌরুষ করে জমির কর সে বঁাচে না রে তেমনি সাইর একরারি কাজ সে কি পৌরুষে ছাড়িবে। গুরু ধরো, খোদকে চেনো, সাইয়ের আইন আমলে আনো, লালন বলে, তবে মন সাই তোরে নিবে । ૨૭૮; কারে আজ শুধাই সেই কথা । কি সাধনে পাব তারে, যে আমার জীবন-দাতা । শুনতে পাই পাপী-ধামিক সবে, ইল্লিনে সিজিনে যাবে উভয় কয়েদী রবে, * অটল প্রাপ্তির কই ক্ষম তা । ১. ইলিন-মঞ্জিলে যাবে ( বা-বা-বা-গা,পুঃ ৮০ ) १० "উভয় সব কয় আধ রবে’ (লা-গী, পৃঃ ১৬০ ) ২১৫