পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। বাদশার আজ্ঞায় দিলে ফাসী, ফঁাসীদার তো হয় না দোষী, জীবের পাপ করিয়ে কি সাই তার ফাটক দেয় । কর্মের দোষ কি কাজকে দোষাই, কোন কথাতে গিরে দি ভাই লালন বলে, আমার বোধ নাই শুনলে কিবা হয়। ২৩৭ ভক্ত তুমি কেবা কোথায় যাবে। কি করতে এলে ভবে। বেড়াচ্ছ হেসে-খেলে মজা করে প্রাণ খুলে সগৌরবে । ভাবছ কি ভবিষ্যতে কোনমতে আমার দিন কি কেটে যাবে । দিয়াছেন ধনে মানে সর্বগুণে জানে প্রাণে যেই জনে, কত কাল ভুলে তারে অন্ধকারে ঘুরে ঘুরে প্রাণ হারাবে। তোমার প্রাণ বাচাইতে পাপ-জগতে কোনমতে কারে পাবে । যত সব দেব তারা পয়ম্বরে বা পাপে ভরা তোমার মত তারা হিসাবে। ২১৭