পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৮ লালন শাহ্ ও লালন-গীতিক। বঁাচাতে প্রাণ চাও যদি, ছাড় বদি, ধর লাঙ্গল, জীবন পাবে। বিশ্বাসে পেতে তারে অকাতরে ভব-নদীর পারে যাবে ।

  • ○br আমি কি দোষ দিব কারে রে ।

আপন মনের দোষে পেলাম ফেরে রে । । সুবুদ্ধি স্ব-স্বভাব গেল, কাকের স্বভাব মনে হ’ল ত্যজিয়ে অমৃত ফলো মাকাল ফলে মন মজিল রে । যে আশায় এ ভবে অাশা ভাঙ্গিল সে আমার ভবের বাসা’ ঘটিল রে কি দুর্দশ ঠাকুর গড়তে বানর হলো রে । গুরু বস্তু চিনলি না মন, অসময় কি করবি তখন বিনয় করে বলছে লালন, যজ্ঞের স্থত কুত্তায় খেল রে । ১. তাতে হ’ল ভগ্নদশা’ (লা-গী, পৃঃ ১৩৩ )