পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা 'RR్ఫ চটকে ভুলিয়ে রে মন, হারালি তুই অমূল্য ধন, হারলে বাজি র্কাদলে তখন আর সারে নাশ । পাছের" কথা আগে ভাবে উচিৎ বটে তাই জানিও এবার গত কাজের বিধি কি রে মন রসনা । ৩ ব্যাপারের লাভ করলি ভালো সে গুণপন জানা গেলো, অধীন লালন বলে, মিছে হ’লে৷ অাওনা-যাওনা ।। ৭ ১• **এবার হেরে বাজী কেন্দলে তখন আর সারে না ।।” ( লা-গী, পুঃ ৩০১ ) ২. পাছের কথা । ( লা-গী, পৃঃ ৩০১ ) ৩. “শেষের কথা আগে ভেবে উচিত যাহা তাই করিবে এবার গত কাজের বিধি ছাড় মন-রসনা ৷’’ ( বা-বা-বা-গা, পৃঃ ৫৩ ) ৪. আমাদের আদর্শ খাতার ভণিতাটি ছিল নিম্নরূপ—

  • 'দরবীশ সিরাজ সাই কয় লালন রে তোর

হলো আওনা-যাওনা ।” কিন্তু ছন্দের দিকে মিল রেখে ও "বাংলার বাউল গান’ ও ‘লালনগীতিকা’র পাঠ থেকে বর্তমান পাঠ সংশোধন করা হ’লো ।