পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক S. ২• ত্যজি যে রে সুধা রতন— গরল খেয়ে ঘটায় মরণ, মানি নে সাধু গুরুর বচন, তাইতে মূল হারায়ে হই রে ধল । বাল্য বৃদ্ধ সকলি কয়, সাধু-চিত্ত আনন্দময়,— লালন বলে, আমার সদায়— যায় না মনের নিরানন্দ । Հ8Ծ মন-রতি যার রিপুর বসে রাত্ৰ-দিনে । মনের গেলো না স্বভাব কিসে মেলে ভাব সাধুর সনে । নিজ গুণে যা করেন সীমই, তা বিনে আর ভরসা নাই,* জানা গেলে মোর মনের ভক্তি-জোর যে রূপ মনে । বলি সে শ্রীচরণ যদি মনে হয় কখন, তেমনি ওঠে হায় দুষ্ট. সে সময় যে দিক টানে । "ভাবিলে আর ভরসা নাই? ( আদর্শ খাতা ) “আমি বলি শ্রীচরণ যদি মনে হয়, কখন ওমনি উঠে হয় দুষ্ট সে সময় যে দিক টানে।” (লা-গী, পৃঃ ১৩১) ২২৩