পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৪ লালন শাস্তু ও লালন-গীতিকা দিনে দিন ফুরায়ে গেলো রংমহল অন্ধকার হ’লো, লালন বলে, হায় কি করি— উপায় তো দেখি নে । 88 এনে মহাজনের ধন, বিনাশ করলি ক্ষ্যাপা । শুধু বাকির দায় যাবি যমালয় হবে রে কপালে দায়মাল ছাপা ৷ কৃতিকর্ম সেহি ধনী অমূল্য মানিক-মণি করিল কৃপা তোরে, করিল কৃপা, সে ধন এখন হারালি রে মন এমন কি তোর কপাল বদওফা" । আনন্দ বাজারে এলে ব্যাপারে লাভ করবা বলে, এখন শুপ্ত সে দফা এখন শুন্য সে দফা, কুসঙ্গেরই সঙ্গে মজে কুরষে হাতের তার হারায়ে হলি ক্ষ্যাপ।" ১ সপ্ত, ২ বদওক ( লা-গী, পৃঃ ২৬২ ) も)。 “আনন্দ বাজারে এলে ব্যাপারের লাভ করবো ব’লে এখন স্বর্ণ সেদকা সঙ্গেরি সঙ্গে মজে রঙ্গে হাতের তীর হারায়ে হলি ক্ষ্যাপা ।