পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক ২২৭ মন কি মুনাই তারে হাতে পেলাম না কি রূপে তার আজ করি সাধনা, অধীন লালন বলে, আমি হ’লাম পাতালগামী কি করিতে এসে গেলাম কি করে । Ջ8Գ ও মন, দেখে-শুনে ঘোর গেল না । কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশাইলাম চোন । মদন রাজার ডঙ্কা ভারি, হলাম তাহার আজ্ঞাকারী, যার মাটিতে বসত করি চিরদিন তারে চিনলাম না । রাগের আশ্রয় নিলে তখন, কি করিতে পারে মদন, আমার হলো কাম-লোভী মন, মদন রাজার গাঠ fর টান । উপর হাকিম একই দিনে বিচার করবেন নিজ গুণে দীনের অধীন লালন ভণে, গেল না তোর মনের দো’টানা । ১ "মনের মত মনকে পেলাম না’ (লা-গী, পুঃ ১৩৩ )