পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ২৮ লালন শাহ্ ও লালন-গীতিক। 88br আমার মনের বাসনা । আশা পূর্ণ হল না । দাসী হ’বে যুগল পদে সাধ মিটাবো ওই পদ সেধে, বিধি বৈমুখ হ’লে৷ তাতে দিল সংসার-যাতনা । বিধাতা সংসারের রাজা, করে রাখলে আপন প্রজা, কর না দিলে দেয় গো সাজা, কারো দোহাই মানে না । পড়ে গেলাম বিধির বামে, ভুল হ’লে মোর মূল-সাধনে, লাঙ্গন বলে, এই নিদানে— মুশিদ, ফেলে যেওনা । షా8ఫి কি বলে মন ভবে আ’লি ১। এসে এই মায়ার দেশে তত্ত্ব ভুলে কার গোয়ালে ধূমো দিলি । ভেঙ্গেছ সরকারী তহবিল সাক্ষী আছে ঐ এস্রাফিল হুযুরে হয়ে হাজির বলতে হবে সত্য বুলি । ৯. আ’লি=আসিলি, যশোর-খুলনা গ্রাম্য উচ্চারণ