পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇరిe লালন শাহু ও লালন-গীতিক কৃতি কর্মর কীতি কে বুঝিতে পারে সে বা কোথায় জীব কে লয় কোথায় ধরে, সে কথা আর সুধাব কারে, ও তার নি,গঢ় তত্ত্ব অর্থ কে বলবে আমার । কে করে এই লীল। তারে দেখলাম না, আমি আমি বলি আমি কোন জনা, মরি রে কি আজব কারখানা এবার গুণে পড়ে কিছুই ঠাহর নাহি হয় । ভয় ঘোচে না আমার দিবা-রজনী কার সাথে কোন দেশে যাব না জানি । সিরাজ সঁাই কয়, বিষম কার গুণি পাগল হয় রে লাঙ্গন যে তাই জানতে চায়। ২৫১ সহজে কি সই হবা । মুন ভাবের উপর মুগুর প'লে সেই দিন তুমি টের পাবা । চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা, বাহার তো গেল উড়ে পথে যাও ঠেলা পেড়ে কোন দিন যেন পাতাল ধাবা ।