পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালম শাহ ও লালন-গীতিক। ২৩১ তবু তোমায় জায় না যান। তেড়া চলন বদ-লোভা । সুখের আশা থাকলে মনে ঃখের ভাদুর নিদান কালে অবশ্ব মাথায় নিবা সুখ চেয়ে সোয়াস্তি ভাল শেষ কাল ভাই পস্তাবা । ইল্প'তে স্বভাব হলে পানিতে যায় রে ধুলে খাজলাত কিসে খোয়াবা,* অধীন লালন বলে, হিসাব কালে সকল ফিকির হারাবা । Հ&Հ এ দেশেতে এই সুখ হলো, আবার কোথায় যাই না জানি । পেয়েছি এক ভাঙ্গ নৌকা, জনম গেল ছেঁচতে পানি । কার বা আমি কে বা আমার প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার বৈদিক-মেঘে ঘোর অন্ধকার উদয় হয় না দিনমণি ।