পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক _ ఇఠిరి এক দিনও ভাবলে না, মনু রায় ভেবেছ দিন এমনি বুঝি যায় অস্তিম কালের কালে কি না যেন হয়, জানা যাবে যে দিন শমনে ধরে । কামে চিত্ত হত, মন রে আমার, সুধা ত্যজি গরল খায় সে বেশুমার সিরাজ সাই কয়, লালন রে তোমার বুঝি ভগ্ন-দশা ৫। রি ঘটলো আখেরে। ૨Cs8 কুলের বউ ছিলাম বাড়ী হলাম নাড়ি নাড়ার সাথে । কুলের আচার কুলের বিচার আর কি ভুলি ঐ ভোলাতে । ভবের নাড়ি ভবের নাড়া কুল নাশালাম জগৎ জোড়া” করণ তার উণ্টে দাড়া বিধির ফঁাড়া কাটবে যাতে । ১. পাঠান্তর— “দলনা সালাম জগৎ জোড়া করণ তার উন্ট দাড়া বিধির কাড়া কাটবে যাতে । আসতে নাড়া যেতে নাড়া এ কেবল ঘোড় জোড়ী লালন কয়, আগা গোড়ী 9 জানি এ মাথা হয় ঘুরাতে।" (লা-গী, পৃঃ ২৭৫ )