পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। Rర్సి శి(సి সকলি কপালে করে । কপালের নাম গোপাল চন্দ্র - কপালের নাম গুয়ে-গোব,রে । N যদি থাকে এ কপালে, রত্ন এনে দেয় গোপালে ; কপালে বিমতি হলে দুর্ব বনে বাঘে মারে। কেউ রাজা কেউ হয় ভিখারী কপালের ফল হয় সবারি, মনের ফেরে বুঝতে নারি খেটে মরি অনাহারে । যার যেমন মনের কামনাP, তেমনি ধন পেয়েছে সে-না । লালন বলে, ভাবলে হয় না— বিধির কলম আর কি ফেরে। ১. মূল পুথির পাঠ করুণ। বসন্তকুমার পাল, উপেন্দ্ৰ নাথ ভাট্টাচার্য প্রমুখ সকলেই 'কামনা’ লিখেছেন ।