পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন গান্ধু ও লালন-গীতিক। ২৬১ ও মন, তিন পোড়ায় তো খাটি হলে না । না জানি আর কর্মে তোমার কি আছে তা বুঝলাম না । লোহা জব্দ কামার শালে যে পর্যন্ত থাকে জালে, স্বভাব যায় না তা মরিলে তেমনি মন তুই একজন । অনুমানে জানা গেল, চৌরাশি লক্ষ ফেল পড়িল, আর কবে কি করবি বল হয় না সে বিবেচনা । দেব-দেবতার বাসনা যে মানুষ জন্মের লাগিয়ে লালন কয়, সে মানুষ হয়ে মানুষের করণ করলে না । 文以及 সে ধন কি পড়লে মেলে । হরি ভক্তের অধীন কালাকালে । ভক্তের বড় পণ্ডিত নয় প্রমাণ তারে প্রহলাদে কয়, যারে আপনি কৃষ্ণের গোসাই অগ্নির কুও বাচাইলে । ২৪১