পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8Հ লালন শাস্তু ও লালন-গীতিক। বল রে একটা পশু বই নয়, ভক্ত হনুমান তারে কয় রাম-রূপ সে কৃষ্ণ-রূপ ধরার অ-ভক্তরে দেয় না দেখা ।। কেবল শুদ্ধ ভক্তের সখ। তারে শুধু দেয় গো দেখা ওলালন ভেড়ের স্বভাব বঁাকা অধর চাদকে রইলে ভুলে ।

  • ○○

বিনে পুলাদে গড়িয়ে র্কাচি করছ নাচানাচি । ভেবেছো কামার বেটারে ফাকিতে ফেলেছি । জানা যাবে এবার নাচন, র্কাচিতে কাটবে না যখন, কারে করবি দোষা, বোচা অস্ত্র টেনে ধরে ম’রছ মিছামিছি । পাগলের গোবৎ আনন্দ মন তোমার আজ সেহি ছন্দ দেখে ধল আছি নিজ মরণ পাগলে বোঝে তাও নাই তোমার বুঝি ।