পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जाणन भाइ e जाशन-नैठिका মহাজনের অমূল্য 'निb মারা গেলো ডাকিনীর জেলায়” ফকীর লালন বলে, মোর কপালে কি হবে নিকাশের বেলায় । २७6 কাল কাটালি কালের বশে । এ যে যৌবন কাল, কামে চিত্তকাল মন রে, কোন কালে আর হবে দিশে । যৌবন কালের কালে রঙ্গে দিলি মন, দিনে দিনে হারালি পৈতৃক ধন গেলে নবীন জোর, আঁখি হ’লে ঘোর, কোন দিন ঘিরবে মহাকাল এসে । যাদের সঙ্গে রঙ্গে র’লি চিরকাল, কালাকালে তারাই হবে কাল, মন রে, জান না তার গুণপনা ধনীর ধন গেলো সব রিপুর দোষে । ১. ডাকনি জেলায়’ (লা-গী ), ( লাগী, পৃঃ ২১৬ ) ২. রবির জোর, ৩. কার কি গুণপন, ৪. রিপুর বশে