পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা বোষ্টমী মোর শীত কালের খেতা তখন ইষ্ট গোসাই রয় কোথা কোন কালে পরকাল হবে তাইতে ভজব গোস্বামী । বোষ্টমীর গুণ বিষ্ণু জানে ভাই, আর জানি মুই চিতেরাম সোসাই, লালন কয়, বোষ্টমী রতন হেঁসেলেরো শালগ্রামী । ՀԳԵ যেতে সাধ হয় রে কাশী কর্ম-কঁাসি বাধে গলায় । আমি আর কতদিন ঘুরব এমন নাগর দোলায় । হলো রে এ কি দশা সর্বনাশ৷ মনের ঘোলায় । ডুবলে ডিংগে নিশ্চয় বুঝি জন্ম-নালায় । বিধাতা দেয় গো বাজী কিবা মন-পাজী ফেরে ফেলায় । বাও না বুঝে বাই তরণী, তাই তরণী ক্রমে তলায় ፭..