পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক ՀԵ o উপরোধে কাজ দেখ রে ভাই ঢে“কি গেলার মত । ওরে তা যায় না গেলা তলা গলা ফেড়ে হয় সে হত । মনটা যাতে রাজি হয়, প্রাণটা তাতে আপনি যায়, পাথর দেখে শোলার মত, আবার বেগার ঠেলা টেকি গেলা, টাকশালে সই নয় তো । মুচির চাম-কেটোতে গঙ্গা মা কোন গুণে যায় দেখ না । কেউ ফুল দিলে পায় না তো মন যাতে নয় পূজলে কি হয়, ফুল দিয়ে শত শত । যার মনে যা লাগে ভাই করুক করুক করুক তাই । গোল কেন তার এত লালন বলে, লাথিয়ে পাকায়, সে ফল হয় কি মিঠো । abや গেড়ে গাঙ্গে রে ক্ষেপা, হাপুর হুপুর ডুব পাড়িলে । করছ মজা, যাবে বুঝা, কাতিকে উলানির কালে ।

®ግ