পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। R&షి ՀԵ Հ চাষার কর্ম হালে রে ভাই লাংগল বইতে মানা । ও জমির চাষ না দিলে ঘাস মরে না, ফুলে কাশে বেন। অনুরাগের চাষ হয়ে প্রেমের কর চাষ, তাতে শুকাইবে ঘাস । মরি হায় রে, জমিতে নীর পড়িবে কৃষি হবে, ফলে যাবে সোনা । সাগু কাঠের লাংগল বান্দ খ্যাস্ত কাঠের ইস্, তাতে থাকবে নাকো বিষ । লালন বলে, ওরে চাষা চাষার কাম ছেড়ো না । abr○ মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে। জানে না কানছির খবর রং মহলের নিকাশ নিচ্ছে। ঠিক পড়ে না কুড়ো-কাঠা ধুলে ধরে সত্তরে গও অকারণ খাটিয়ে মনটা পাগলামি প্রকাশ করছে ।