পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԾo লালন শাহ্ ও লালন-গীতিক। যে জমির নাই আড়া-দীঘল তা কিরূপ কালি করে সেথা, শোনে চোঁদ পেয়ার কথা কুড়ো-কাঠ কয় আলাজে । কৃষ্ণদাস- পণ্ডিত ভাল কৃষ্ণ-লীলা সীমা দিল আর পণ্ডিত চুর্ণ হল টুনি এক পক্ষীর কাছে । বামন হয়ে চাদ ধরতে যায় তেমনি আমার মন মনুরায়, লালন বলে, কবে কোথায় এমন পাগল দেখেছে । ՎԵ8 আমার চরকা ভাঙ্গা, টেকে আড়ানে । আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাচি নে ৷ ১. 'কিষ্টদাস' ( আদর্শ খাতায় পাঠ ) কৃষ্ণদাস কবিরাজ-শ্ৰী শ্রীচৈতন্য চরিতামৃতের লেখক