পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ, ও লালন-গীতিকা ՀՆՏ একটা আঁটি আর একটা খসে গো চরকা লয়ে যাই কোন দেশে আমি আর কতকাল জলব এ জালে এ বেতো চরকার গুণে।।* মিস্ত্রী বেটার গুণ পরিপাটিং ষোল কলে ঘুবায় টেকোটি ও তার একটা কলে বিকল হলে সারতে পারে কোন জনে । সামান্য কাঠ পাটের চরকা হয় খসলে খুটে খেটে আঁটা যায় মানব দেহ চরকা সেই° লালন কি তার ভেদ জানে। ১. আমি আর কতকাল, বইবো এ হাল এই বেতো চরকার গুণে | (হারামণি, সাহিত্য পত্রিকা, বর্ষা সংখ্যা, ১৩৬৫, পৃঃ ৯৯) ২. কিবা ছুতোর বেটার গুণ পরিপাটি। (s-5T-F *b・) Q). মানব দেহে চরকা সেহে৷” (平-研i-FF, * bro)