পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গতিক ఫిసిరి ՀԵ Ն এমন মানব জনম আর কি হবে । মন যা কর ত্বরায় কর এই ভবে । অনন্ত রূপ স্বষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছু নাই দেব-দেবতাগণ, করে আরাধন জনম নিতে মানবে । কত ভাগ্যের ফলে না-জানি মন রে, পেয়েছে। এই মানব-তরণী । বেয়ে যাও ত্বরায় তরী সু-ধারায় যেনে ভরা না ডোবে । এই মানুষে হবে মাধুৰ্য-ভজন, তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন এবার ঠকলে আর না দেখি কেনার, লালন কয় কাতর ভাবে פיון ১. তুলনা’-রবীন্দ্রনাথ, (ছন্দ, পৃ. ৫১ ১৩৪৩ সালের সং ) 'छेख्द्र” (ब्रा-ठी, पृ. २४७) ২. গটলে (বা-বাবা-গা, পৃঃ ১৪ ) ৩. অধীন লালন তাই ভাবে’ ( বা-বা-বা-গা ও লা-গী ) কবিগুরু রবীন্দ্রনাথ এর ভণিতায় ‘অধীন’ শব্দটি বাদ দিয়েছিলেন, যথা— ‘লালন কয় কাতর ভাবে’ ! আমরাও ‘অধীন’ শব্দটি বাদ দিলাম ।