পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎦaᏬbr লালন শাহ্ ও লালন-গীতিক। ভবে নিম্ব বৃক্ষ তার, তাতে দিলে চিনির সার কখনও সে হয় না মিঠে, এমন কচুর বংশ যেস)। যত সব ভেড়.য় বাঙ্গালে, কচুকে মান গোসাই বলে, লালন ভেড়ে দেখলে পরে ঐ কথায় কি মন মজে।। ২৯২ সব লোকে কয়, লালন কি জাত সংসারে । লালন বলে, জাতের কি রূপ দেখলাম না এ নজরে । খাত না দিলে হয় সলমান, নারীর তাতে কি হয় বিধান, বামুন চিনি পৈতেয় প্রমাণ বামনি চিনি কিসে রে । কেউ মালা কেউ তস্বী গলে তাইতে কি জাত ভিন্ন বলে যাওয়া কিংবা আসার কালে জাতের চিহ্ন রয় কি রে ।