পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪
লালন শাহ ও লালনগীতিকা
২১৮
মন আমার, তুই করলি এ কি ইতরপানা।
দুগ্ধেতে যেমন রে তাের মিশালে চোনা।
শুদ্ধ-য়াগে থাকতে যদি
হাতে পেতে অটল নিধি,
বলি মন তাই নিরবধি
বাগ মানে না ।
কি বৈদিকে ঘিরলাে হৃদয়
হ’ল না সু-রাগের উদয়,
নয়ন থাকিতে সদায়
হলি কানা।
বাপের ধন তের খেলাে সাপে,
জ্ঞানচক্ষু নাই দেখ
লালন বলে, হিসাব কালে
যাবে জানা ।।
২৯৯
আজগবি বৈরাগ্য-লীলা দেখতে পাই।
হাত বানান চুল দাড়ি জট
কোন ভাবুকের ভাব রে ভাই ।
১ বৈদিগে, ২. দেখবি কারে (লা-গী, পৃঃ ৪৩)